এবার তুরস্ককে রাশিয়ার হুঁশিয়ারি

সিরিয়া ইস্যুতে রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। এরই মধ্যে রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে, সিরিয়ার আকাশে তুরস্কের জঙ্গিবিমানের কোনো নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না মস্কো। এর আগে সিরিয়ার ইদলিব নিয়ে মস্কোকে হুঁশিয়ারি দিয়েছিল আঙ্কারা।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই সতর্কবার্তা দিয়েছে।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল বিশেষ করে ইদলিব প্রদেশের আকাশসীমা বন্ধ ঘোষণার পর রাশিয়ার পক্ষ থেকে এ বক্তব্য দেয়া হলো।

একজন রুশ সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা ইতার-তাস এ খবর দিয়েছে।

এদিকে, সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে, সিরীয় বাহিনীর হামলায় তুরস্কের তিনটি ড্রোন ভূপাতিত হয়েছে।

সানা জানিয়েছে, তুর্কি বাহিনীর হামলায় সিরিয়ার দুটি জঙ্গিবিমান সিরিয়ার ভূখণ্ডেই ভূপাতিত হয়েছে।

গতকাল উত্তর-পশ্চিমাঞ্চলের আকাশসীমা বন্ধ ঘোষণার পাশাপাশি দামেস্ক হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যেকোনো বিমান এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে তাকে ভূপাতিত করা হবে।

সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানায়, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার সাংবিধানিক এবং জাতীয় দায়িত্ব পালনের জন্য সামরিক বাহিনী এই পদক্ষেপ নিয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com