ভারতে পর্যটকের তালিকায় ফের শীর্ষস্থানে যেতে পারে বাংলাদেশ

ভারতে পর্যটকদের তালিকায় ২০২২ সালে দ্বিতীয় সর্বোচ্চ ও ২০২১ সালের আগে টানা পাঁচ বছর শীর্ষস্থানে ছিল বাংলাদেশ। চলতি বছরের আগে দেশটিতে সর্বোচ্চ পর্যটক গেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে ছিল যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। এবার যুক্তরাষ্ট্রকে সরিয়ে আবারও বাংলাদেশের শীর্ষস্থান ছুঁই ছুঁই করছে।  

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, গত বছর দেশটিতে মোট ৬১ লাখ ১৯ হাজার পর্যটক ভ্রমণে যান; যা আগের বছরের চেয়ে ৩০৫.৪ শতাংশ বেশি। এতে ভারতের আয় হয় ১৬ দশমিক ৯৩ বিলিয়ন (১ হাজার ৬৯৩ কোটি) ডলার। ভারতের অভিবাসন ব্যুরোর তথ্যের ভিত্তিতে একটি পরিসংখ্যান প্রকাশ করে দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়। এতে দেখা যায়, ২০২২ সালে ভারতে যাওয়া ৬১ লাখ ১৯ হাজার পর্যটকের মধ্যে অর্ধেকের বেশি যান যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে।রিসংখ্যানের দেখা যায়, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের পর্যটক ছিলেন মোট ১৩ লাখ ৭৩ হাজার ৮১৭, বাংলাদেশের ১২ লাখ ৫৫ হাজার ৯৬০ ও যুক্তরাজ্যের ৬ লাখ ১৭ হাজার ৭৬৮ জন। তবে ২০২১ সালের আগের পাঁচ বছরে ভারতে সবচেয়ে বেশি পর্যটক যান বাংলাদেশ থেকে। এবার সেই শীর্ষস্থান আবারও বাংলাদেশ দখল করতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর এক প্রতিবেদনে বলা হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com